POEM

বোধের ব্রেকিং নিউজ

By Mehedi Shamim | 26 Jan, 2022

বোধের ব্রেকিং নিউজ

মহাসড়কে শয্যায়িত প্রতিটি মৃতবৃক্ষের বদলা নিতে কোথাও কোন অবরোধ অথবা হরতাল হয়নি

বৃক্ষবতা নামের কোন সংগঠনের জন্ম হয়নি কোথাও

ফেসবুকে খোলা হয়নি কোন ফ্যানপেইজ

কেউ চায়নি একটি লাইক অথবা কমেন্ট।

নেয়া হয়নি কিছু কিছু অর্ধমৃত বৃক্ষদের কোন উচ্চ চিকিৎসালয়ে।

 

মহাসড়কে শুয়ে থাকা প্রতিটি লাশের আর্ত্মনাদে ঘুম ভাঙেনি যুবকদের

পোয়াতি বউ শিশুজন্মদানে অনাগ্রহ দেখায় নি প্রতিবাদে

ঢোল-তবলা-ঝুমুর-হারমনিয়াম হাতে বেড়িয়ে আসেনি কেউ

সংহতির বন্ধনে বাঁধতে কেউ কোথাও

স্কুল পাঠে বিরতি দেয়নি শোক প্রকাশ করার জন্য এক মিনিটও

কোন নারীর আঁচল মুছে দেয়নি বৃক্ষের ক্ষত শরীর থেকে ঝরে পড়া রক্তবিন্দু

 

কিন্তু কর্মে বিরতি দিয়েছিলো বাবুই পাখির দল, কচুরিপানার ফুল

মাছেরা জলে ভেসে ভেসে খেলা দেখায়নি একটি দিন শিশুদের।

অপ্রত্যাশিত বৃষ্টি হয়েছিলো তুফান করা ওইদিনই।

একটিও ডিম পাড়েনি কোথাও কোন মুরগি।

সবুজগুলো নিশ্চুপে ক্ষোভে মাথা নিচু করেছিলো গোটা দিন জুড়ে।

সমস্ত প্রকৃতি যৌথ প্রতিবাদে মৌন হয়েছিলো খোলা দিগন্তে।

 

তারা প্রশ্ন তুলেছিলো কি দোষে এই হত্যার মিছিল ?

কিন্তু তারা প্রত্যেকেই সেদিন জেনেছিলো

এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শব্দ অপেক্ষা...

×