POEM

একটি অন্তর্বর্তীকালিন গর্ভপাত

By Mehedi Shamim | 26 Jan, 2022

একটি অন্তর্বর্তীকালিন গর্ভপাত

পুরুষ এলেই তুমি শুয়ে পড়ো বিছানায় জন্ম দাও জারস ক্ষমতার বিজ

চোখ নাক-মুখ শক্ত করে বলো

যাবো না, কিছুতেই না।

সাধের এমন বিছানা ছেড়ে।

ভাবছো যেন, বিছানা তোমার স্বপ্নে পাওয়া মাজার শরীফ।

 

পুরুষ এলেই তুমি জন্ম দাও বেরসিক হারামী

লালফোনে ওয়েলকামটোন শুনে গরম করো কানের চাঁই।

 

পুরুষ এলেই তুমি লাইন ধরো রঙিন মহলে 

তৃষ্ণার ব্যকারণ খোঁজো চোখের ভূগোলে

বাক্যের নিভৃতে।

পরুষ এলেই তুমি গর্ভপাত করো প্রাক্তন গর্ভফসল

জন্ম দাও নষ্ট ক্ষমতার লোল্।

×