By Mehedi Shamim | 26 Jan, 2022
না একটুও নড়বো না
ঠাঁয় দাঁড়িয়ে থাকবো এখানেই
যতক্ষণ না তোমার ঠোঁট কেঁপে উঠবে শব্দের জড়তায়
অনুরণিত হবে না সেইসব শব্দ বুনন
যতক্ষণ না তোমার ভুরু নেচে উঠবে...
যতক্ষণ না নিঃশব্দ হবে সুনসান বিকেল
যতক্ষণ না সেজে উঠবে ধান-সরষে খেত তোমার আঁচলের দোলায়।
দাঁড়িয়ে থাকতে থাকতে চুল পাঁকিয়ে ফেলবো।
আমার যৌবন তুলে রাখবো তোমার জন্য
কাঠের শোকেজে।
ডিঅ্যাকটিভেট করে রাখবো আমার বয়সের টাইমলাইন।
ঈশ্বর যদি বলেন, দাদা আপনার আয়ু শেষ হয়ে গেছে
চলে আসেন আকাশে তারাদের ফুটপাতে।
আমি তাকে অনুরোধ করে বলবো, আরও কিছুদিন আমাকে সময় দিন।
পৃথিবীর এক ক্রন্দনকন্যার চোখ মায়াময় বৃষ্টির ছোঁয়া নিতে দিন।
তার চোখের কাজলের মায়ায় কিছুক্ষণ ডুব মেরে থাকতে দিন।
তারপরে বেঁচে থাকার সামগ্রিক দলিলপত্রাদি নিয়ে
ফিরবো আপনার কাছে।
তোমাকে উষ্ণতার পীড়নে জ্বালিয়ে দেবো।
পুড়ে ভস্ম হবে তুমি।
কবিতার তীক্ষè শাব্দিক ঠোকরে ক্ষত হবে তোমার শরীর।
না, একটুও নড়বো না
ঠাঁয় দাঁড়িয়ে থাকবো এখানেই।
আমার মাথার উপরে আসুক
শত ঝড় তুফান ভূমিকম্পন
সিডর-আইলা-নার্গিস-মহাসেন।
আমি দাঁড়িয়েই থাকবো শতযুগ ধরে
সহ¯্র সময়জুড়ে তাকিয়ে থাকবো
তোমার মুখের নাট্যশালার দিকে
যতক্ষণ না তুমি বলবে
ভালোবাসি।