Mehedi Shamim on Press

সফলতা অনেক কঠিনতম কাজ : মেহেদী শামীম

By Mehedi Shamim | 22 Nov, 2021

সফলতা অনেক কঠিনতম কাজ : মেহেদী শামীম

মেহেদী শামীম মফস্বলের স্কুল-কলেজ শেষে এখন মাস্টার্স পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। নিজের মেধার সবটুকু বিনিয়োগ করেছেন রেডিও প্রফেশনে। তার ক্যারিয়ার শুরু স্কুল জীবনে। ইউনিসেফের প্রজেক্ট এমএমসি’র ‘চাইল্ড এক্সপ্রেস’ নিউজ এজেন্সিতে কাজের মধ্য দিয়ে। তারপর থিয়েটার, আবৃত্তি, বিতর্ক, চলচ্চিত্র-আন্দোলন, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন এবং বড় একটা সময় জুড়ে সাংবাদিকতা করেছেন তিনি।

বর্তমানে প্রোগ্রাম প্রডিউসার ও কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন পূর্ণাঙ্গ সম্প্রচারের অপেক্ষায় থাকা প্রাইভেট রেডিও স্টেশন স্পাইস এফএম-এ। মেহেদী শামীম অলস সময় পেলেই বসে যান লেখার টেবিলে। তিনি ছোট গল্পের জন্য ‘সুনীল সাহিত্য পুরস্কার ২০১১’ পেয়েছেন। ২০১৪ সালে ত্রয়ী প্রকাশনী থেকে বেরিয়েছে কবিতার বই ‘বোধের ব্রেকিং নিউজ’ এবং ২০১৫-তে একটি রাজনৈতিক উপন্যাস সম্পাদনা করেছেন।

তার ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জাগো জবসের পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন গোলাম রাব্বী।

বিস্তারিত..

সফলতা অনেক কঠিনতম কাজ : মেহেদী শামীম

×