Mehedi Shamim on Press

গল্প মানুষের বিবেচনাশক্তি বাড়ায় ॥ মেহেদী শামীম

By Mehedi Shamim | 22 Nov, 2021

গল্প মানুষের বিবেচনাশক্তি বাড়ায় ॥ মেহেদী শামীম

চিন্তাসূত্রের নভেম্বর সংখ্যার বিশেষ আয়োজন ছোটগল্প অর্থাৎ ছোটগল্প বিষয়ক প্রবন্ধনিবন্ধছোটগল্প  তরুণ গল্পকারদের ভাবনা তরুণ গল্পকারদের ভাবনাপর্বে ছোটগল্পের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কথা বলেছেন কথাশিল্পী মেহেদী শামীম

চিন্তাসূত্র: আপনি কেন ছোটগল্প লিখছেন?
কেন ছোটগল্প লিখি—এই ‘কেন’-এর উত্তর দেওয়া একটু মুশকিল।  সবসময় কোনো কোনো ‘কেন’-এর উত্তর দেওয়া যায় না। কিন্তু সব ‘কেন’-এর উত্তর খোঁজার মধ্যে এক ধরনের আনন্দ আছে।  আর সেই আনন্দ-ই দেয় ছোটগল্প। ধরুন, জয়নাল পুকুরপাড়ে বসে কাঁদছে। একজন পুরুষ মানুষ পুকুরপাড়ে বসে কেন কাঁদছে? এখানের এই কান্নার কারণ খুঁজতে বের হলে বেরিয়ে আসবে হাজারও ঘটনা-অঘটনাসহ অনেক কিছু। সেই ঘটনাগুলোর ঠিকঠাক বুননই হলো ছোটগল্প। একজন কৌতূহলী মানুষ ছোটগল্প লেখে তার নিজের তৃষ্ণা মেটানোর জন্য।  আর সেই কৌতূহলই তাকে নিয়ে যায় জীবনের বিভিন্ন বাঁকে।  মুখোমুখি করে হাজারও ভাঙা-আধভাঙা-মচকানো-সুঠাম মানুষের জীবনের সামনে।

বিস্তারিত: গল্প মানুষের বিবেচনাশক্তি বাড়ায় ॥ মেহেদী শামীম

×