By Mehedi Shamim | 26 Jan, 2022
কখনো ভালো থাকার নেশায় বুঁদ হওয়া একটা মানুষের গল্প। আবার কখনো গল্পের মানুষগুলো মধ্যে টানাপোড়েন চলে ক্ষমতায় থাকার অথবা সুখে থাকার। কোন কোন গল্প অমিমাংসিত, তবে পাঠকের কাছে থাকবে অনেক অপশন; তারা তাদের মতো করে নির্মাণ করতে পারবে পরিণয়।
কিছু ভাঙাচোরা মানুষের মানবিক দ্ধন্ধ, সমাজ থেকে বেড়িয়ে আশার চেষ্টা অথবা সমাজের রীতিগুলোকে শক্ত-পক্ত করার আন্দোলন ও তার মিছিলের শ্লোগানগুলোই গল্পের বাক্য হয়ে উঠেছে। গল্পের চরিত্রগলো কখনো বৃত্তের ভেতরে আবার কখনো বৃত্তের বাইরে গিয়ে আওয়াজ তুলেছে।
কখনো গল্পের চরিত্রগুলো মানবিক শরীর অথবা মানুষের শরীরের তফাত্ খোঁজার চেষ্টা করেছে। প্রতিটি গল্পই কখনো প্রশ্ন হয়েছে আবার কখনো উত্তর হয়েছে কৌতুহলি মানুষের। গল্পগুলো নির্মাণ করেছে নৈসর্গিক বাস্তবতা অথবা মানুষের অন্তরে নির্মিত কল্পিত-বাস্তবতা। গল্পের চরিত্রগুলোর মধ্যে রয়েছে পক্ষপাতিত্ব, রয়েছে নিজস্ব মতবাদ অথবা রয়েছে নির্বাক আচরণ।
সবাইকে উদার আহ্বান তল্পিতল্পার গল্পের ছোট রাজ্যে।
-মেহেদী শামীম
Order this book from rokomari.com