By Mehedi Shamim | 21 Nov, 2021
দ্বিতীয় বারের মতো পড়লাম।
যেই বইগুলো বাসায় থাকে, সবগুলো বই কম হলেও দুইবার তিনবার পড়া হয় আমার
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প।
নতুনভাবে আবিস্কার করলাম গল্পগুলো।
কোথায় পাবো তারে।
আমাদের বকুল।
মহল্লায় বান্দর, আব্দুল হালিমের মা এবং আমরা।
ইন্দুর-বিলাই খেলা।
প্রথম বয়ান
ডলু নদীর হাওয়া
আমাদের কুটির শিল্পের ইতিহাস।
প্রতিটি গল্পের মধ্যে যাদু আছে। শহীদুল জহির, কখনো একজন মানুষের খেয়ালিপনার মধ্যে বলে গেছেন জীবনের অদ্ভুত বাস্তবতার কথা। পাঠককে দিয়েছেন সম্পূর্ণ স্বাধিনতা। আমি জানি আরএকবার যদি গল্পগুলো পড়ি, হয়তো অনুভূতিগুলো আলাদা হবে।
বইটার ভিতর দিয়ে গত একটাদিন সাঁতরে বেড়িয়েছি।
কিছুটা ওজন কমেছে। একটু হালকা লাগছে।
এইগল্পগুলো কখনো শহরের আনাচে-কানাচে ঘটে যাওয়া ঘটনার নিদারুণ বর্ণনা। আবার কখনো গ্রাম ছেড়ে আরো ভেতরের কোন গ্রামের একটি কলা গাছের গল্প।
আমার মতো অলস মানুষ দিয়ে গঠনমূলক বুক রিভিউ হবে না।
যেটুকু মাথায় এসেছে, লিখলাম। বাকিটা পড়ে নেন।