অ্যাক্ট ফাউন্ডেশন- রুপান্তর আইসিটি ল্যাবের যাত্রা শুরু
By Mehedi Shamim
| 22 Nov, 2021
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ০৮’-এ বলা আছে ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনোমিক গ্রোথের কথা। ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনোমিক গ্রোথের জন্য চাই দক্ষ মানবসম্পদও। আমাদের আজকের তরুণ-তরুণীরাই হবে (আগামীর/ নিকট ভবিষ্যতের) সেই যোগ্য ও দক্ষ মানবসম্পদ। তাই তরুণদের দক্ষ করে তুলে আগামীর প্রযুক্তি বিপ্লবের হাতিয়ার করার উদ্দেশ্য নিয়েই ‘মাদারীপুর পৌরসভা’, ‘অ্যাক্ট ফাউন্ডেশন’ ও ‘সানাবিল ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ’রূপান্তর আইসিটি ল্যাব’প্রশিক্ষণার্থী । এই উদ্যোগটি দেশের জাতীয় আইসিটি নীতিমালার অধ্যায় ৩ এর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির সাথে সম্পৃক্ত রয়েছে। যা ডিজিটাল বাংলাদেশ ও জাতীয় আইসিটি নীতিমালা বাস্তবায়নে স্বক্রীয় ভূমিকা পালন করবে।
আলহামদুল্লিয়াহ অবশেষে আমাদের ল্যাবের অফিসিয়াল যাত্রা শুরু হলো!